Tuesday 26 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৭ বাংলাদেশি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৫ ১৫:২২

আটক ৭ বাংলাদেশি।

যশোর: জেলার শার্শার কায়বা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চারজন পুরুষ ও তিনজন নারীসহ মোট সাতজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা

সোমবার (২৫ আগস্ট) রাত ১১টার সময় শার্শা থানাধীন কায়বা গ্রামস্থ পূর্ব রুদ্রপুরে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় তাদের আটক করা হয়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কায়বা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকরা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে পারে। এরই জের ধরে অভিযানে যায় কায়বা বিওপি’র একটি টহল দল।

বিজ্ঞাপন

আটক বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে তিন হাজার টাকা, ভারতীয় আট হাজার রুপি এবং সাতটি মোবাইল ফোন (স্মার্ট-চারটি এবং বাটন-তিনটি) জব্দ করা হয়েছে।

আটক আসামিরা হলেন-রথিন্দ্রনাথ গাইনের ছেলে হৃদয় গাইন (২৩),শিশির মন্ডল,সুজিত মন্ডল (৩৪), শ্রীকান্ত গাইনের ছেলে কুমার জিন্দ্র গাইন (৫০), কলিন্ড মন্ডলের ছেলে পাঞ্চু মন্ডল (৩৬),মৃত সুশান্ত নন্দীর মেয়ে পুতুল (২০),বিনয় অধিকারীর মেয়ে তৃষ্ণা অনুকারী (১৭),মৃত শামসুর শেখের মেয়ে ছবুরণ বেগম (৪৫)। তারা বিভিন্ন জেলার।

আটক বাংলাদেশিদের মালামালসহ শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

বিজিবি অধিনায়ক জানান, সাম্প্রতিককালে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে প্রতিনিয়ত প্রেষণা প্রদান করা হচ্ছে।

সারাবাংলা/এসডব্লিউ

অবৈধভাবে ভারতে প্রবেশ বাংলাদেশি আটক