খুলনা: খুলনার কাজীবাছা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে তেতুলতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, দুপুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি অবগত করলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, ‘বস্তা থেকে একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের জন্য পিবিআই এবং সিআইডির বিশেষজ্ঞ দলকে তলব করা হয়েছে।