Tuesday 26 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ দাবিতে শাহবাগ অবরোধ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৫ ১৮:১২ | আপডেট: ২৬ আগস্ট ২০২৫ ১৮:৩০

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বুয়েটসহ একাধিক বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি: সারাবাংলা

ঢাকা: তিন দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) একাধিক বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। ফলে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা বলেন, গতকাল রাতে রংপুরে একজন স্নাতক প্রকৌশলীকে আটকে রেখে বিভিন্ন হুমকি-ধমকি দেওয়া হয়েছে। তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এবং ওই স্নাতক প্রকৌশলীকে হুমকিদাতাদের গ্রেফতার না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

তিন দফা দাবি হলো—

১. ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়; এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।

বিজ্ঞাপন

২. টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে।

৩. ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। নন-অ্যাক্রেডিটেড বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইইবি-বিএইটিই অ্যাক্রেডিটেশনের আওতায় আনতে হবে।

এর আগে, ৯ম গ্রেডে ডিপ্লোমাধারীদের নিয়োগ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে ৩ দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’ নামের শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম। তাতে যোগ দেন বুয়েটসহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও।

সারাবাংলা/এমএইচ/এমপি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শাহবাগ অবরোধ শাহবাগ মোড়