Tuesday 26 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুমিন আপাকে সাইবার বুলিং করা হচ্ছে: হাসনাত

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৫ ১৮:৫৭ | আপডেট: ২৬ আগস্ট ২০২৫ ২০:২৩

এসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ

ঢাকা: বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সম্প্রতি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, রাজনৈতিক মতপার্থক্যের কারণে ব্যক্তিগত আক্রমণ কিংবা নারীকে অসম্মান করার সুযোগ নেই।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসনাত এ কথা বলেন।

তিনি বলেন, ‘রুমিন আপাকে সাইবার বুলিং করা হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না। ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ক্ষতি হয়, এমন সিলেক্টিভ আক্রমণ ও আচরণ যেন কেউ না করেন। আওয়ামী লীগকে কোনো সুযোগ দেওয়া যাবে না, বাংলাদেশের প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বিজ্ঞাপন

এর আগে সীমানা নির্ধারণ নিয়ে এক বৈঠকে এনসিপি নেতাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে হাসনাত অভিযোগ করেছিলেন, বিএনপির মধ্যেই অনেকে আছেন যারা আওয়ামী লীগের থেকেও বেশি আওয়ামী লীগপন্থি। তিনি রুমিন ফারহানাকে আওয়ামী লীগের সুবিধাভোগী, ফ্ল্যাটভোগী এবং নির্বাচন কমিশনকে প্রভাবিত করার চেষ্টাকারী বলে অভিহিত করেন।

এই বক্তব্যের তীব্র জবাব দেন রুমিন ফারহানা। সোমবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘এটা ওই ফকিন্নির বাচ্চাটা না, যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে?’

এ নিয়ে অনলাইন-অফলাইনে তুমুল আলোচনা-সমালোচনা চলছে। রাজনৈতিক মহলে অনেকে মনে করছেন, এমন পারস্পরিক আক্রমণ বিরোধী শক্তির ঐক্যকে দুর্বল করছে।

হাসনাত আব্দুল্লাহ আবারও আহ্বান জানিয়েছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে কেউ যেন মতবিরোধকে সুযোগ করে দিয়ে আওয়ামী লীগকে লাভবান না করে।

সারাবাংলা/এফএন/এসএস

আপা বুলিং রুমিন সাইবার হাসনাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর