ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্তে কামরাঙ্গীরচর থানার কিছু অংশ ঢাকা-৭ ও ঢাকা-২ আসনে যুক্ত করা হয়েছে। এই বিভক্তির পক্ষে-বিপক্ষে কামরাঙ্গীরচরের এলাকাবাসী নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করেছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) আগারগাওয়ের নির্বাচন ভবনের সামনে সংসদীয় আসনের শুনানিতে এসে বিক্ষোভ করেন তারা।
বিক্ষোভে অংশ নিয়ে এলাকাবাসীরা জানান, তারা ঢাকা-৭ আসনের সঙ্গে থাকতে চায়। আবার অনেকে প্রতিবাদ করছে কামরাঙ্গীরচর থানা ছাড়া ঢাকা-২ আসন নয়। এক্ষেত্রে এ থানার অন্তর্গত ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড তিনটি ঢাকা-২ আসনের সঙ্গেই রাখাতে হবে বলে তারা দাবি করেন।
অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী সোহাগ বলেন, ‘৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডকে ঢাকা-২ আসন থেকে পৃথক করেছে কমিশন। সেখানে ৫৫ নম্বর ওয়ার্ডকে ঢাকা-১০ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডকে তারা ঢাকা-৭ আসনের সঙ্গে যুক্ত করেছে। ইসি এই বিজ্ঞপ্তি প্রকাশের পর ৫৯টি আবেদন পড়েছে। ৫৯টি আবেদনের মধ্যে ৫৭টি আবেদন পড়েছে বিপক্ষে আর ২টি পক্ষে।’
তিনি বলেন, ‘আমরা বলেছি ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড কামরাঙ্গীচরের অধীনে যেটা আছে, এই তিনটি ওয়ার্ড, ঢাকা-২ আসনের মধ্যেই থাকবে। কামরাঙ্গীরচরের ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডকে ঢাকা-২ সংসদীয় আসনে বহাল রাখার দাবি জানানো হয়।’
তারা দাবি করেন, প্রশাসন যদি এ সিদ্ধান্ত কার্যকর করে তবে এলাকাবাসী বঞ্চিত হবে এবং উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হবে।
অনেকে কামরাঙ্গীরচরের ৫৫ ও ৫৬ নম্বর ওয়ার্ড ঢাকা-৭ আসনের সঙ্গে যুক্ত করার দাবি জানিয়েছে।
কামরাঙ্গীরচর বিভক্তি নিয়ে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ
স্টাফ করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৫ ১৯:১৪
২৬ আগস্ট ২০২৫ ১৯:১৪
সারাবাংলা/এনএল/এইচআই