Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিটিআরসির নতুন কমিশনার আবদুর রহমান সরদার

সিনিয়র করেসপন্ডেন্ট 
২৬ আগস্ট ২০২৫ ২০:০৮ | আপডেট: ২৬ আগস্ট ২০২৫ ২১:১৬

বিচার বিভাগের সিনিয়র জেলা ও দায়রা জজ আবদুর রহমান সরদার। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বিচার বিভাগের সিনিয়র জেলা ও দায়রা জজ আবদুর রহমান সরদার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব আবু সালেহ মো. মাহফুজুল আলমের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিটিআরসি এ তথ্য জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, তিন বছর মেয়াদে আবদুর রহমান সরদারকে বিটিআরসির আইনজীবী বা বিচারক ক্যাটাগরিতে কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বিটিআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন জেলায় সিনিয়র জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এবং কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট আপিলেট ট্রাইব্যুনালে বিচারক হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সর্বশেষ বাংলাদেশ বার কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। অবসরোত্তর তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। বিটিআরসির নবনিযুক্ত কমিশনার এর গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায়।

বিজ্ঞাপন

খুলনায় ২ যুবক গুলিবিদ্ধ
১৪ অক্টোবর ২০২৫ ২২:৫০

আরো

সম্পর্কিত খবর