Tuesday 26 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই সনদের আইনি ভিত্তি দিলে নির্বাচনের জন্য প্রস্তুত এনসিপি: নাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ০০:৪২

চীন সফরের উদ্দেশে এনসিপি নেতারা। ছবি: সংগৃহীত

ঢাকা: জুলাই সনদের আইনি ভিত্তি ও প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হলে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পুরোপুরি প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) চীন সফরে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি যত দ্রুত দেওয়া যাবে, নির্বাচনের পথে আমরা তত দ্রুত এগিয়ে যাব। যদি ফেব্রুয়ারির মধ্যে এই কাজ সম্পন্ন হয়, তাহলে নির্বাচনের জন্য আমরাও প্রস্তুত। তবে সংস্কারকে পাশ কাটিয়ে নির্বাচন হলে তা প্রশ্নবিদ্ধ হবে।”

নাহিদ ইসলাম আরও জানান, চীন সফরে এনসিপির প্রতিনিধি দল স্থানীয় প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম ও শিল্পকারখানা পরিদর্শন এবং চায়না কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করারও কর্মসূচি রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ সফর দুই দেশের জনগণ ও সরকারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

এনসিপির সফরকারী দলে আছেন—সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্যসচিব তাহসীন রিয়াজ।

সারাবাংলা/এফএন/এসএস

আইনি ভিত্তি এনসিপি জুলাই সনদ নাহিদ নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর