Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় লাইভ সম্প্রচারের সময় ইসরায়েলি হামলায় সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৭ আগস্ট ২০২৫ ০৯:৪১ | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ ১২:৪৮

নিহত রয়টার্সের সাংবাদিক হুসাম আল-মাসরি। ছবি: সংগৃহীত

গাজার নাসের হাসপাতালের সামনে সরাসরি ভিডিও সম্প্রচারের সময় ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের সাংবাদিক হুসাম আল-মাসরি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।

সোমবার (২৬ আগস্ট) গাজার নাসের হাসপাতালের সামনে সরাসরি ভিডিও সম্প্রচারের সময় ইসরায়েলি হামলায় নিহত হন তিনি।

সাংবাদিক হুসাম মাসরি যুদ্ধে বেসামরিক মানুষের দুর্ভোগের খবর প্রচার করছিলেন। অথচ তিনি নিজেই একটি তাঁবুতে বাস করতেন এবং পরিবারের জন্য খাবার জোগাড়ে সংগ্রাম করছিলেন।

৪৯ বছর বয়সী মাসরি ছিলেন একজন অভিজ্ঞ ক্যামেরাম্যান। এই ভয়াবহ পরিস্থিতিতেও তিনি সাহসিকতার সঙ্গে তার কাজ করে গেছেন। যা তাকে গাজার সাংবাদিক মহলে বিশেষভাবে জনপ্রিয় করে তুলেছিল।

বিজ্ঞাপন

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এই হামলা সরাসরি সাংবাদিকদের লক্ষ্য করে চালানো হয়নি বরং হামাসের নজরদারি ক্যামেরা ধ্বংসের জন্য আঘাত হানা হয়েছিল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর