গাজার নাসের হাসপাতালের সামনে সরাসরি ভিডিও সম্প্রচারের সময় ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের সাংবাদিক হুসাম আল-মাসরি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।
সোমবার (২৬ আগস্ট) গাজার নাসের হাসপাতালের সামনে সরাসরি ভিডিও সম্প্রচারের সময় ইসরায়েলি হামলায় নিহত হন তিনি।
সাংবাদিক হুসাম মাসরি যুদ্ধে বেসামরিক মানুষের দুর্ভোগের খবর প্রচার করছিলেন। অথচ তিনি নিজেই একটি তাঁবুতে বাস করতেন এবং পরিবারের জন্য খাবার জোগাড়ে সংগ্রাম করছিলেন।
৪৯ বছর বয়সী মাসরি ছিলেন একজন অভিজ্ঞ ক্যামেরাম্যান। এই ভয়াবহ পরিস্থিতিতেও তিনি সাহসিকতার সঙ্গে তার কাজ করে গেছেন। যা তাকে গাজার সাংবাদিক মহলে বিশেষভাবে জনপ্রিয় করে তুলেছিল।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এই হামলা সরাসরি সাংবাদিকদের লক্ষ্য করে চালানো হয়নি বরং হামাসের নজরদারি ক্যামেরা ধ্বংসের জন্য আঘাত হানা হয়েছিল।