Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বৈরাচারের পতন হলেও এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ১০:১৩ | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ ১৬:৩৪

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরাচার সরকারের পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি।

বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূলমন্ত্র কাজী নজরুল ইসলামের চেতনা। জুলাই গণঅভ্যুত্থানসহ জাতীয় আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণা ছিলেন এই কবি। কিন্তু স্বৈরাচার সরকারের পতনের পরও দেশে আজও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি।”

তিনি আরও বলেন, “রমজানের আগেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ১৫ বছরের বঞ্চিত মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে। এজন্য জাতিকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে, যা বলে গেছেন কবি নজরুল।”

বিজ্ঞাপন

বিএনপির এই নেতা উল্লেখ করেন, “জাতি যখন দিশেহারা হয়, তখন নজরুলের লেখা হয়ে ওঠে আদর্শ। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান—সবসময়ই কবির লেখা প্রাসঙ্গিক ছিল।”

এ সময় সংস্কৃতি মন্ত্রণালয়, নজরুল ইনস্টিটিউট, বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনও কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে। আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা। রাজধানী ছাড়াও সারাদেশে কবিকে স্মরণে নানা আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

কাজী নজরুল ইসলাম বিএনপি মৃত্যুবার্ষিকী রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর