Sunday 12 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগে প্রথমবারের মতো খেলবে যে ৪ ক্লাব

স্পোর্টস ডেস্ক
২৭ আগস্ট ২০২৫ ১১:৫০

টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবারের মতো খেলবে নতুন চারটি ক্লাব

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্রয়ের বাকি আর মাত্র একদিন। মূল পর্বে জায়গা করে নিয়ে চলছিল প্লে-অফের লড়াই। শেষ মুহূর্তের জমজমাট এক লড়াই শেষে মূল পর্ব নিশ্চিত করেছে বেশ কয়েকটি দল। তাদের মধ্যে ইতিহাস গড়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে  সাইপ্রাসের ক্লাব পাফোস এফসি, নরওয়ের ক্লাব গ্লিমট, কাজাখস্তানের ক্লাব কাইরাত আলমাটি ও বেলজিয়ামের ক্লাব ইউনিয়ন সেইন্ট-জিলোয়া।

মাত্র ১১ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল সাইপ্রাসের ক্লাব পাফোস এফসি। রেড স্টার বেলগ্রেডকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের মূলপর্বে উঠেছে তারা। দ্বিতীয় লেগে সার্বিয়ান জায়ান্টদের মাঠে শেষ মুহূর্তে ১–১ ড্র করলেও, দুই লেগ মিলিয়ে ৩–২ গোলে জয় নিশ্চিত করে পাফোস।

বিজ্ঞাপন

অস্ট্রিয়ার স্টার্ম গ্রাজকে দুই লেগে ৬–২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে নরওয়ের ক্লাব গ্লিমট। দ্বিতীয় লেগে ২–১ গোলে হারলেও প্রথম লেগের বড় জয়ে মিলেছে মূল পর্বে খেলার টিকিট।

স্কটিশ জায়ান্ট ও সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন সেল্টিককে টাইব্রেকারে হারিয়েছে কাজাখস্তানের ক্লাব কাইরাত আলমাটি। আস্তানার পর দ্বিতীয় কাজাখ ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিল তারা।

এর আগে গত মৌসুমে বেলজিয়ান প্রো লিগের চ্যাম্পিয়ন হয়ে সরাসরি চ্যাম্পিয়নস লিগের মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে ইউনিয়ন সেইন্ট-জিলোয়া।

মোনাকোতে আগামী ২৮ আগস্ট চ্যাম্পিয়নস লিগের মূলপর্বের ড্র অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডের ম্যাচ মাঠে গড়াবে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বরে।

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস লিগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর