Wednesday 27 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনা নাগরিকের ওয়ালেট চুরি, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ১৬:২৮ | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ ১৭:০৫

আসামি অন্তু

ঢাকা: রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় থেকে এক চীনা নাগরিকের ওয়ালেট চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘গত ১৭ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের উত্তর পাশ দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা আসামিরা এক চীনা পর্যটকের ওয়ালেট চুরি করে। ওয়ালেটে ছিল নগদ ৩০ হাজার টাকা, ৪০০ মার্কিন ডলার ও পোস্টাল ব্যাংক অব চায়নার একটি ব্যাংক কার্ড। এ ঘটনায় চীনা পর্যটকের বন্ধু জিন্নাতুলের অভিযোগের প্রেক্ষিতে মিরপুর মডেল থানায় একটি মামলা করা হয়।’

বিজ্ঞাপন

সাব্বির

তালেবুর রহমান বলেন, ‘গত ২১ আগস্ট রূপনগর থানাধীন চলন্তিকা বস্তি এলাকায় অভিযান চালিয়ে সাব্বিরকে (১৯) গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চুরি যাওয়া টাকার মধ্যে ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরে গত ২৭ আগস্ট মিরপুর ১০ নম্বর এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত অপর আসামি মো. অন্তুকে (২৭) গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চুরি হওয়া ৩০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়।’

তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সাব্বির ও অন্তু ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে।’

সারাবাংলা/এমএইচ/এইচআই

গ্রেফতার চীনা নাগরিক চুরি মিরপুর

বিজ্ঞাপন

এবার ২২৫ কর পরিদর্শককে বদলি
২৭ আগস্ট ২০২৫ ২২:০০

আরো

সম্পর্কিত খবর