Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উভয় বাজারে সূচকের পতন, হাজার কোটির নিচে লেনদেন ডিএসইতে

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ১৬:২৬ | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ ১৬:৪৮

ঢাকা: সপ্তাহের ৩য় কার্যদিবস মঙ্গলবার (২৬ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। তবে এদিন লেনদেনে বড় উত্থান হয়েছে। এতে ডিএসই-তে গত সাড়ে ১২ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। তবে একদিনও টিকল না সেই রেকর্ড। হাজার কোটির নীচে নামল লেনদেন।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৩ পয়েন্টে। আগের দিন কমেছিল ৭ পয়েন্ট।

বুধবার ডিএসই-তে ৯৭১ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ২৪৭ কোটি ৬৮ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ২৭৬ কোটি ১৫ লাখ টাকা বা ২২ শতাংশ।

বিজ্ঞাপন

এদিন ডিএসই-তে লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫৮টি বা ৪০.১০ শতাংশের। আর দর কমেছে ১৭৪টি বা ৪৪.১৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬২টির বা ১৫.৭৪ শতাংশের।

অপরদিকে সিএসই-তে বুধবার ১৫ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসই-তে লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৯টির, কমেছে ১০৪টির এবং পরিবর্তন হয়নি ৩০টির। এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ২০৪ পয়েন্টে।

আগেরদিন সিএসই-তে ১৫ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট বেড়েছিল।

সারাবাংলা/একে/আরএস

ডিএসই-সিএসই পুঁজিবাজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর