Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাচোলে বিদ্যুতায়িত হয়ে মা-মেয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ১৭:১২ | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ ১৮:৪৪

প্রতীকী ছবি। বিদ্যুতায়িত

চাঁপাইনবাবগঞ্জ: জেলার নাচোলে বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) ভোরে উপজেলার নেজামপুর ইউনিয়নের মরাফেলা দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন— একই এলাকার মো. আলমগীরের স্ত্রী হাওয়া বেগম (৪২) ও মেয়ে আয়েশা বেগম (২৩)।

বিষয়টি নিশ্চিত করে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে এসে আলমগীর নিজ বাড়িতে ওই অটোরিকশা চার্জে দিয়েছিল। আজ ভোরে অটোরিকশাতে থাকা একটি ব্যাগ নিতে গিয়ে বিদ্যুতায়িত হন হাওয়া বেগম। তাকে বাঁচাতে গিয়ে মেয়ে আয়েশা বেগমও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর