রাজবাড়ী: রাজবাড়ী বাস মালিক সমিতির বিপরীত পাশে স্টাফ কোয়ার্টারের ভেতরে পার্কিং করে রাখা সরকার পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসের ভেতরের সম্পূর্ণ অংশ পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
সরকার পরিবহনের সুপারভাইজার শাহীন বলেন, ‘সরকার পরিবহনের বাসগুলোর ট্রিপ শেষ হলে আমরা মালিক সমিতির সামনে ও স্টাফ কোয়ার্টারের ভেতরে সেগুলো রাখি। এই বাসটি স্টাফ কোয়ার্টারের সামনে রাখা হয়। সরকার পরিবহনের রাজবাড়ী ব-১১-০০৭০ রেজিস্ট্রেশনের বাসটি ১০/১৫ দিন ধরে স্টাফ কোয়ার্টারের ভেতরে রাখা ছিল। আমাদের অন্য কোনো বাসে সমস্যা দেখা দিলে তখন এই বাসটি ব্যবহার করা হয়। মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে ৩টার দিকে এই বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নেভায়। সকালে বাসটি মেরামতের জন্য শ্রীপুর টার্মিনালে নিয়ে যাওয়া হয়েছে।’
এ বিষয়ে সরকার পরিবহনের স্বত্বাধিকারী কুঞ্জন কান্তি সরকার তার বাসে আগুন লাগার বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে রাজবাড়ী জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের সভাপতি খোন্দকার মাহমুদুল হক জুয়েল বলেন, ‘আমাদের মালিক সমিতি অফিসের বিপরীত পাশে রাখা সরকার পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা থানা পুলিশকে জানিয়েছি। তারা যেন দ্রুত বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করে।’
সদর থানার অফিসান ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান বলেন, ‘আমরা এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে আগুন লাগার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি।’