Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় অটোরিকশা চালক হত্যায় ৫ আসামির যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ১৯:১৭ | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ ২১:৫৩

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা। ছবি: সংগৃহীত

নওগাঁ: নওগাঁয় ভজন দেবনাথ সজল নামে এক অটোরিকশা চালককে হত্যার দায়ে পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালত এবং স্পেশাল ট্রাইব্যুনাল-৫ এর বিচারক মো. কায়সারুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের সময় ৪ আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং একজন পলাতক ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মুনছুর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সদর উপজেলার আরজি-নওগাঁ মন্ডলপাড়া এলাকার শুকুর আলীর ছেলে জুয়েল জাহের আলী (পলাতক), উত্তরপাড়া পবা মসজিদ এলাকার হাসান মিয়ার ছেলে সুরুজ মিয়া, বেদারুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম, বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার খানপুর এলাকার মৃত শাহজাহানের ছেলে আব্দুর রশিদ।

বিজ্ঞাপন

এদিকে সদর উপজেলার নিউসাহাপুর এলাকার আলতাফ হোসেনের ছেলে আব্দুল আজিজের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৬ নভেম্বর সন্ধ্যায় নিজস্ব অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন ভজন দেবনাথ সজল। এরপর আর তিনি ফিরে আসেননি। পরদিন সকালে সদর উপজেলার হাঁসাইগাড়ি গোটার বিলে কচুরিপানার মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর নিহতের বাবা ভূপেনন্দ্রাথ দেবনাথ বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত বুধবার এ রায় দেন। মামলার এ রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মনছুর আলী সন্তোষ প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর