Wednesday 27 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে অন্তর্বর্তী সরকারের ‘গায়েবানা জানাজা’ পড়লেন শিক্ষার্থীরা

স্পেশাল করেসপন্ডেন্ট 
২৭ আগস্ট ২০২৫ ২০:১২ | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ ২১:৫২

অন্তর্বর্তী সরকারের গায়েবানা জানাজা পড়েন চট্টগ্রামে প্রকৌশল শিক্ষার্থীরা। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে প্রকৌশল শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের গায়েবানা জানাজা পড়ে ঢাকায় বুয়েটের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন।

বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকে নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ঢাকায় পুলিশের হামলার প্রতিবাদে এবং প্রকৌশলী অধিকার আন্দোলনের তিন দফা দাবিতে তারা বিক্ষোভ করেন।

বিক্ষোভের শেষপর্যায়ে সন্ধ্যার দিকে শিক্ষার্থীদের একাংশ সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গায়েবানা জানাজা পড়েন।

ব্যতিক্রমী এ কর্মসূচির বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক ছাত্র সাংবাদিকদের বলেন, ‘ইন্টেরিমের জ্ঞানবুদ্ধি লোপ পেয়েছে। তার মানে ইন্টেরিম এখন মৃত। এজন্য ইন্টেরিমের অকাল মৃত্যুতে আমরা  গায়েবানা জানাজা পড়েছি। আমাদের দাবি ছিল তিন দফা। সেটা ছিল রাজপথে ছাত্রদের রক্ত ঝরার আগ পর্যন্ত।’

বিজ্ঞাপন

‘যেহেতু এখন ছাত্রদের রক্ত ঝরেছে, তাহলে আমাদের দাবি এখন চার দফা। ইন্টেরিমের পুলিশকে ছাত্রদের কাছে মাফ চাইতে হবে। হামলায় জড়িতদের বিচার করতে হবে। অন্যথায় আমরা আবার লংমার্চ টু যমুনা ঘোষণা করব।’

বিক্ষোভে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, (চুয়েট), আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারখানেক প্রকৌশল শিক্ষার্থী অংশ নেন।

শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে নগরীর মুরাদপুর, অক্সিজেন সড়ক, চকবাজার ও মেডিকেল সংযোগ সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। বিভিন্ন সড়কে শত, শত যানবাহন আটকে পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সারাবাংলা/আরডি/এসএস

অন্তর্বর্তী সরকার গায়েবানা চট্টগ্রাম জানাজা প্রকৌশল শিক্ষার্থীরা