Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীর সড়কে প্রাণ গেল স্কুলশিক্ষিকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ২১:৪১ | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ ২১:৫০

সড়কে নিহত হয়েছেন স্কুলশিক্ষিকা মারুফা বেগম। ছবি: সংগৃহীত

নীলফামারী: নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মারুফা বেগম (৪৫) নামের এক স্কুলশিক্ষিকা। একইসঙ্গে তার স্বামী ওমর ফারুক আহত হয়েছেন।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে নীলফামারী-ডোমার সড়কের সদর উপজেলার হরতকিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারুফা বেগম ডোমার উপজেলার ছোট রাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তার স্বামী ওমর ফারুক ডোমার বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। এই দম্পতি ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের চান্দিনাপাড়া গ্রামে বসবাস করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে ওই দম্পতি মোটরসাইকেলে করে নীলফামারী থেকে ডোমারের উদ্দেশ্যে রওনা হন। পথে হরতকিতলা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ইজিবাইককে ওভারটেক করার সময় মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দুজন সড়কে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে ডোমারগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই নিহত হন মারুফা বেগম। আহত ওমর ফারুককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বিজ্ঞাপন

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.আর সাঈদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর