ভারত থেকে প্রবল বর্ষণের পর ছেড়ে দেওয়া বিপুল পানির প্রবাহে পাকিস্তানের তিনটি আন্তঃসীমান্ত নদী—চেনাব, রাভি ও সুতলেজ—অস্বাভাবিকভাবে ফুলে-ফেঁপে উঠেছে। ফলে পাঞ্জাব প্রদেশজুড়ে জারি করা হয়েছে বন্যার উচ্চ সতর্কতা।
বুধবার (২৭ আগস্ট) পানির চাপ নিয়ন্ত্রণে রাখতে চেনাব নদীর কাদিরাবাদ বাঁধের তীররক্ষা অংশে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাজহার হোসেন বলেন, “বাঁধের মূল অবকাঠামো রক্ষায় ডানপাশের তীররক্ষা অংশ ধ্বংস করা হয়েছে, যাতে পানির চাপ কিছুটা হ্রাস পায়।”
পাঞ্জাব প্রদেশে প্রায় অর্ধেক পাকিস্তানির বসবাস। বন্যার আশঙ্কায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং লাখ লাখ মানুষ ও গবাদিপশুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।
পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, উজান থেকে ভারতের ছেড়ে দেওয়া পানি প্রবাহ বৃদ্ধির মূল কারণ। তবে ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারত বাঁধের জলকপাট খোলার আগে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অগ্রিম নোটিশ দিয়েছিল। তবে ভারতীয় কর্মকর্তারা এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
এনডিএমএ চেনাব, রাভি ও সুতলেজ নদীর তীরবর্তী মানুষদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানিয়েছে।
পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান ইরফান আলি সতর্ক করে বলেছেন, ‘‘আমি জনগণকে রাভি নদীর তীর ত্যাগ করার জন্য আহ্বান জানিয়েছি। কারণ ১৯৮৮ সালের বন্যার পর এবার পানির প্রবাহ সবচেয়ে বেশি।’’
এদিকে পাকিস্তান আবহাওয়া অধিদফতর জানিয়েছে, চলতি বর্ষায় দেশটিতে টানা বর্ষণ, ভূমিধস ও বন্যায় এখন পর্যন্ত ৮০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।