Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃহস্পতিবার সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ০২:০৬ | আপডেট: ২৮ আগস্ট ২০২৫ ০৮:১৩

ঢাকা: তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা আগামীকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন। তবে জনদুর্ভোগ এড়াতে শাহবাগ অবরোধ না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বুধবার (২৭ আগস্ট) প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু এক ঘোষণায় বলেন, “আগামীকাল দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি জানানো হবে।”

তিনি অভিযোগ করে বলেন, “আমাদের তিন দফা দাবির কোনোটাই এখনো পূরণ হয়নি। নীতিনির্ধারকরা আন্দোলনের বিষয়ে সঠিক ধারণা রাখেন না। তবে চার উপদেষ্টা ও ইঞ্জিনিয়ারদের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত কমিটিতে শিক্ষার্থীদের মনোনীত সদস্য যোগ দেবে।”

বিজ্ঞাপন

এর আগে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে রওয়ানা দিলে পুলিশ তাদের বাধা দেয়। টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে সন্ধ্যায় রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক হয়।

শিক্ষার্থীদের দাবি তিনটি হলো-ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর