চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুম মাঠে গড়াতে বাকি মাত্র কয়েকদিন। আজ অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের ড্র। ড্রয়ের আগে অংশগ্রহণকারী ক্লাবগুলোকে ভাগ করা হয়েছে বিভিন্ন পটে।
এবার গ্রুপ পর্বের ড্রয়ের আগে দলগুলোকে ভাগ করা হয়েছে ৪টি পটে। পট-১ এ আছে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ জয়ী ক্লাব ও শীর্ষ ৬ লিগের চ্যাম্পিয়নরা। পট ২,৩,৪ সাজানো হয়েছে ইউয়েফার হিসেবে শক্তিমত্তায় এগিয়ে থাকার ভিত্তিতে।
চ্যাম্পিয়নস লিগের আগের মৌসুমের মতো এবারও প্রথাগত গ্রুপ পর্বের লড়াই থাকছে না। গ্রুপ পর্বে প্রতিটি ক্লাব খেলবে ৮টি করে ম্যাচ। তাদের প্রতিপক্ষ নির্ধারিত হবে গ্রুপ পর্বের ড্রয়ের মাধ্যমে।
সবার আগে প্রথম পট থেকে ম্যানুয়ালি একটা দলের নাম লেখা বল তোলা হবে। এরপর ‘বিশেষায়িত সফটওয়্যার’ মুহূর্তেই জানিয়ে দেবে, কোন আটটি দলের বিপক্ষে খেলবে ওই ক্লাব। কোন দলের সঙ্গে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলবে ক্লাবটি, সেটিও তাৎক্ষণিকভাবে নির্ধারণ করবে সেই সফটওয়্যার।
এভাবে প্রথম পটের নয়টি দলের প্রতিপক্ষ নির্ধারণ করা হবে। এরপর দ্বিতীয় পটের দলগুলোর নিজেদের পটের ও নিচের পটের প্রতিপক্ষ নির্ধারিত হবে। এরপর তৃতীয় পটের দলগুলো নিজেদের পটের ও নিচের পট থেকে প্রতিপক্ষ পাবে। সবশেষে চতুর্থ পটের দলগুলোর নিজেদের পটের প্রতিপক্ষ পাবে।
প্রতিটি পটের দল প্রতিটি পট থেকে দুটি করে প্রতিপক্ষ পাবে। একই দেশের ক্লাবগুলো পরস্পরের বিপক্ষে খেলবে না। একটি দল অন্য একটি দেশের সর্বোচ্চ দুটি ক্লাবের বিপক্ষে খেলবে।
আজ রাত ১০টায় মোনাকোতে অনুষ্ঠিত হবে এবারের চ্যাম্পিয়নস লিগের ড্র।
পট-১
পিএসজি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ইন্টার মিলান, চেলসি, বরুশিয়া ডর্টমুন্ড, বার্সেলোনা।
পট-২
আর্সেনাল, বেয়ার লেভারকুসেন, অ্যাটলেটিকো মাদ্রিদ, বেনফিকা, আটালান্টা, ভিয়ারিয়াল, জুভেন্টাস, ফ্র্যাঙ্কফুর্ট, ক্লাব ব্রুজ।
পট-৩
টটেনহাম, পিএসভি আইন্দহোভেন, আয়াক্স, নাপোলি, স্পোর্টিং সিপি, অলিম্পিয়াকোস, স্লাভিয়া প্রাগ, গ্লিমট, মার্শেই।
পট-৪
এফসি কোবেনহেভেন, মোনাকো, গ্যালাতাসারে, উইনিয়ন গিলোসে, কারাবাগ, অ্যাথলেটিক ক্লাব, নিউক্যাসেল ইউনাইটেড, পাফোস ও কাইরাত আলমাটি।