ঢাকা: বায়ুদূষণের মাত্রা প্রতিনিয়ত পরিবর্তন হওয়ায় ঢাকার অবস্থানও পরিবর্তিত হয়। আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের (IQAir) সর্বশেষ তথ্য অনুযায়ী আজ বিশ্বের প্রধান শহরগুলোর বায়ু দূষণের তালিকায় ঢাকা ১৭তম অবস্থানে রয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) রেকর্ড করা হয়েছে ৮৬, বাতাস ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে। এই স্তরে বাতাস সাধারণ মানুষের জন্য তুলনামূলক সহনীয় হলেও, শিশু, বয়স্ক, হাঁপানি ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের জন্য স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।
আজকের শীর্ষ তিন দূষিত শহর
- প্রথম, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী — AQI ১৭৮
- দ্বিতীয়, ভারতের দিল্লি — AQI ১৬৬
- তৃতীয়, কঙ্গোর রাজধানী কিনশাসা — AQI ১৬৫
এরপর রয়েছে মানামা (বাহরাইন), কাম্পালা (উগান্ডা), হ্যানয় (ভিয়েতনাম), লাহোর (পাকিস্তান) প্রভৃতি শহর।
ঢাকার বায়ুমানের অবস্থা
ঢাকা আজকের তালিকায় ১৭তম। AQI ৮৬ মানে বাতাসে মাঝারি মাত্রার দূষণ রয়েছে। যদিও এটি দিল্লি বা দুবাইয়ের মতো চরম নয়, তবে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য ঝুঁকি বিদ্যমান।
দূষিত বাতাস থেকে রক্ষার উপায়
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এ ধরনের অবস্থায় নাগরিকদের সতর্ক থাকা জরুরি।
- বাইরে বের হলে এন৯৫ বা সমমানের মাস্ক ব্যবহার করা,
- দীর্ঘসময় বাইরে শারীরিক পরিশ্রম বা ব্যায়াম এড়িয়ে চলা,
- শিশু, প্রবীণ ও অসুস্থদের অপ্রয়োজনীয়ভাবে বাইরে না আনা,
- প্রচুর পানি পান করা এবং ভিটামিন–সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাওয়া এবং
- বাসায় জানালা খোলার ক্ষেত্রে সতর্ক থাকা এবং প্রয়োজনে এয়ার পিউরিফায়ার ব্যবহার করা।
ঢাকার বর্তমান অবস্থান বিশ্বের দূষিত শহরের তালিকায় মধ্যম হলেও, এটি এখনো উদ্বেগজনক। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলো—বাংলাদেশ, ভারত ও পাকিস্তান—প্রায় নিয়মিতভাবেই শীর্ষ দূষিত অঞ্চলের মধ্যে থাকছে। ফলে বায়ু দূষণ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সচেতনতা অপরিহার্য।