Thursday 28 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিল স্কোয়াডে জায়গা না পেয়ে যা বললেন নেইমার

স্পোর্টস ডেস্ক
২৮ আগস্ট ২০২৫ ১০:৪৩

দলে জায়গা না পেয়ে নিরবতা ভাংলেন নেইমার

২২ মাস আগে সবশেষ ব্রাজিল জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। প্রায় দুই বছর ধরে ইনজুরিতে জর্জরিত নেইমারের খেলা হয়নি হলুদ জার্সিতে। বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচে স্কোয়াডে ফেরার দ্বারপ্রান্তে গিয়েও শেষ পর্যন্ত দলে জায়গা হয়নি নেইমারের। দল থেকে বাদ পড়ে নেইমার বলছেন, পরিশ্রম করে বিশ্বকাপের আগেই দলে ফেরার চেষ্টা চালিয়ে যাবেন তিনি।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন নেইমার। এরপর চোট কাটিয়ে ক্লাব ফুটবলে ফিরলেও জাতীয় দলে ফেরা হয়ে ওঠেনি তার। পুরোপুরি সুস্থ নন নেইমার, এই অভিযোগেই তাকে স্কোয়াডে ফেরাননি কোচ।

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে সান্তোসের হয়ে নিয়মিত খেলছেন নেইমার। এই সুবাদেই আগামী সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচের স্কোয়াডে তাকে নেওয়ার ব্যাপারে ভেবেছিলেন কোচ কার্লো আনচেলত্তি। তবে শেষ মুহূর্তে আবার ইনজুরিতে পড়ায় সেটা আর হয়ে ওঠেনি।

স্কোয়াডে জায়গা না পেয়েও মুখ খোলেননি নেইমার। অবশেষে দল ঘোষণার দুদিন পর নেইমার তার ইন্সটাগ্রামে লিখেছেন, ‘ লক্ষ্য পূরণের আকাঙ্ক্ষা, দৃঢ় সংকল্প এবং অবিচল অধ্যবসায় থেকে সাফল্য আসে। আপনি যদি চূড়ান্ত লক্ষ্যে নাও পৌঁছাতে পারেন, তবুও যারা বাধা খুঁজে বের করে তা অতিক্রম করে, তারা প্রশংসনীয় কিছুই অর্জন করবে।’

শেষ পর্যন্ত নেইমার কি ২০২৬ বিশ্বকাপে স্কোয়াডে জায়গা করে নিতে পারবেন? নাকি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা দেখে ফেলেছেন ব্রাজিল ভক্তরা?

সারাবাংলা/এফএম

নেইমার বিশ্বকাপ বাছাইপর্ব ব্রাজিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর