Thursday 28 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিআরইউ থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী আটক

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ১২:৩৮ | আপডেট: ২৮ আগস্ট ২০২৫ ১৪:০১

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে আওয়ামী লীগের একাধিক নেতাও রয়েছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ডিআরইউতে মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরির পর তাদের আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ বিষয়টি নিশ্চিত সারাবাংলাকে বলেন, ‘তাদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

জানা যায়, আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের নেতাকর্মী, শিক্ষক, আইনজীবী ও অন্যান্য পেশাজীবীদের নিয়ে ডিআরইউতে অনুষ্ঠানটি চলছিল। সেখানে জনতা উপস্থিত হয়ে প্রতিবাদ করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানালে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

সারাবাংলা/এমএইচ/এমপি

আটক ডিআরইউ সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর