Thursday 28 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই আন্দোলনে ছাত্র হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে পাবনায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ১৩:০৩

জুলাই আন্দোলন ছাত্র জনতার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন।

পাবনা: জুলাই আন্দোলনে ছাত্র হত্যার সঙ্গে জড়িত চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে জুলাই আন্দোলন ছাত্র জনতার আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বরকতউল্লাহ ফাহাদ, মামুন আল হাসান, এস এম হাবিবুল্লাহ, আসিফ আহমেদ, মেহেদী হাসান রুমন।

বক্তারা বলেন, জুলাই আন্দোলনের ছাত্র জনতার নির্বিঘ্নে গুলি করে হত্যা করেছে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী বাহিনী। তাদের এখনও পুলিশ প্রশাসন গ্রেফতার করতে সক্ষম হয়নি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দ্রুত এই সকল আওয়ামী সন্ত্রাসীদের করা না হয় তাহলে আবার ছাত্র জনতা রাজপথে নামতে বাধ্য হব বলে হুঁশিয়ারি দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

গ্রেফতার ছাত্র হত্যা জুলাই আন্দোলন দাবি মানববন্ধন

বিজ্ঞাপন

জয়া আহসান: আবারও আলোচনায়!
২৮ আগস্ট ২০২৫ ১৭:০৪

আরো

সম্পর্কিত খবর