Thursday 28 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড় পুকুরে মিলল যুবকের মরদেহ, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ১৬:৪৬

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুর থেকে সোয়েল ইসলাম (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে চন্দনবাড়ি ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় বাড়ির পাশের বাঁশঝাড়সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সোয়েলের গলায় কাপড় পেঁচানো ছিল এবং শ্বাসরোধে হত্যার চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনায় সোয়েলের বড় ভাই সুলতান আলী (৩৬) ও স্থানীয় সাইদার রহমান (৪৩) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের হয়নি।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, বুধবার রাতে বাড়ির পাশের বেগুনক্ষেতে মোবাইল ফোনে ডেকে নেন সুলতান আলী। এরপর থেকে নিখোঁজ ছিলেন সোয়েল। সকালে শ্রমিকেরা পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।

এর আগে জমি নিয়ে বিরোধ ও মাছ ধরাকে কেন্দ্র করে সোয়েলের পরিবার ও আত্মীয়দের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এছাড়া জমি সংক্রান্ত একটি মামলায় সোয়েলের নামে ওয়ারেন্ট থাকায় তিনি গ্রেফতার এড়াতে সেচপাম্প ঘরে লুকিয়ে থাকতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল বলেন, ‘দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্তের পর হত্যার সঠিক কারণ জানা যাবে। এখনো কোনো লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এসএস

আটক পঞ্চগড় পুকুর মরদেহ যুবক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর