Thursday 28 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা নির্বাচনের পরিবেশ সৃষ্টির প্রক্রিয়ায় আছি: র‌্যাব ডিজি

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ১৭:২৪ | আপডেট: ২৮ আগস্ট ২০২৫ ১৭:৫৪

সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান

ঢাকা: আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মাধ্যমে নির্বাচনের পরিবেশ সৃষ্টির প্রক্রিয়ায় আছি বলে মন্তব্য করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আসন্ন জাতীয় নির্বাচনে র‍্যাবের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে তিনি এ কথা বলেন।

র‌্যাবের ডিজি বলেন, যখন দিন ঘনিয়ে আসবে তখন আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন তাদের সঙ্গে আমাদের যে সভা হবে, সেই সভার মাধ্যমে কার কি দায়িত্ব সেটা পালনের নির্দেশনা পাব। সেই নির্দেশনার আলোকে আমরা দায়িত্ব পালন করব।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমাদের যারা আছেন তাদেরকে আইনকানুন বিষয়ে কিছু ইন-হাউজ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে যাচ্ছি। এই মুহূর্তে নির্বাচনের প্রস্তুতি হলো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা।

সারাবাংলা/এমএইচ/এসএস

ডিজি নির্বাচন পরিবেশ প্রক্রিয়া র‍্যাব সৃষ্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর