Thursday 28 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা ফ্যাসিস্ট চরিত্রের পুনরাবৃত্তি’

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ১৭:৫১ | আপডেট: ২৮ আগস্ট ২০২৫ ১৯:০৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবি পূরণসহ চলমান আন্দোলন আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। তিনি বলেন, প্রকৌশল শিক্ষার্থীদের ওপরে পুলিশি হামলা ফ্যাসিস্ট চরিত্রের পুনরাবৃত্তি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে এক বিবৃতিতে তিনি বলেন, বুয়েটসহ ইঞ্জিনিয়ারিং বিশ্বিবদ্যালয়গুলোতে দেশের সেরা মেধাবীরা পড়াশোনা করে। তাদের পেশাগত মর্যাদা নিয়ে যে জটিলতা সেটা একদিনে তৈরি হয়নি বরং বহুদিনের নীতি বিশৃঙ্খলা ও উদাসীনতা এই সমস্যা তৈরি করেছে। রাজনৈতিক সদিচ্ছা থাকলে এবং সংশ্লিষ্টরা সচেতন হলে এই সমস্যার সমাধান আলোচনার টেবিলেই হতে পারতো। ইসলামী আন্দোলন মনে করে, এখনও সময় আছে। আলোচনার টেবিলেই এর সমাধান করতে হবে।

বিজ্ঞাপন

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব, বুয়েটের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবনে জড়ো হওয়া যেমন বাঞ্ছনীয় না তেমনি প্রকৌশল শিক্ষার্থীদের ওপরে এমন নির্মম পুলিশি হামলাও গ্রহণযোগ্য না। পুলিশ যেভাবে লাঠিপেটা করেছে তা আমাদের ফ্যাসিবাদের কথা মনে করিয়েছে। দেশের সেরা মেধাবীদের সঙ্গে এমন আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, প্রকৌশলে যারা ডিপ্লোমা করছেন এবং বিএসসি পড়ছেন তাদের পড়াশোনার বিস্তৃতি, দক্ষতা বিবেচনা করে সবার জন্য সম্মানজনক ব্যবস্থা করতে হবে দ্রুত। আমরা আমাদের আর কোনো শিক্ষার্থীকে রাস্তায় আন্দোলনরত অবস্থায় দেখতে চাই না। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা করুক, গবেষণা করুক।

সারাবাংলা/এফএন/এনজে

ইসলামী আন্দোলন পুলিশি হামলা প্রকৌশল শিক্ষার্থী ফ্যাসিস্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর