চট্টগ্রাম ব্যুরো: প্রেমের ফাঁদে ফেলে চট্টগ্রাম নগরী থেকে এক স্কুলছাত্রীকে কক্সবাজারে নিয়ে তিন মাস ধরে আটকে রাখে এক রোহিঙ্গা তরুণ। এ ঘটনায় করা মামলায় আদালতের নির্দেশে কক্সবাজারে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বুধবার (২৭ আগস্ট) রাতে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের এক বাসা থেকে মেয়েটিকে উদ্ধার করে পিবিআই চট্টগ্রাম মহানগর ইউনিটের একটি দল।
ঘটনার শিকার মেয়েটির বয়স ১৬ বছর। বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। বাসা নগরীর হালিশহরে। স্থানীয় একটি বিদ্যালয় থেকে আগামী বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা আছে তার।
পিবিআই জানায়, মেয়েটিকে প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে রাখা তরুণ মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা। তার নাম আল মামুন আফবিয়া (২০)। সে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরের ইস্ট ক্যাম্পের বাসিন্দা।
গত ২ জুন মেয়েকে অপহরণের অভিযোগে তার মা চট্টগ্রামের আদালতে মামলা করেন। এতে অভিযোগ করা হয়, গত ১৯ মে কোচিংয়ে যাওয়ার পথে নগরীর হালিশহর থেকে মেয়েটিকে নিয়ে যায় আল মামুন।
আদালত পিবিআইকে অপহৃত মেয়েটিকে উদ্ধারের নির্দেশ দেন। তদন্তে নেমে পিবিআই কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের মুছারখোলা চাকমা পাড়া এলাকায় একটি ভাড়া বাসায় মেয়েটির অবস্থান শনাক্ত করে। এর পর থেকে গত (বুধবার) রাতে পিবিআই টিম মেয়েটিকে উদ্ধার করে।
মামলার তদন্ত কর্মকর্তা কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মহানগর ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) মো. মহসীন চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘যোগাযোগ মাধ্যম ইনস্টাগামে আল মামুনের সঙ্গে মেয়েটির পরিচয় হয়। আল মামুন নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দেয়। নিয়মিত কথাবার্তার এক পর্যায়ে মেয়েটিকে প্রেমের ফাঁদে ফেলে সে। এর পর ফুসলিয়ে মেয়েটিকে প্রথমে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যায়। তখন মেয়েটি বুঝতে পারে, সে রোহিঙ্গা আল মামুনের প্রতারণার ফাঁদে পড়েছে।’
তিনি আরও বলেন, ‘এরপর গত তিন মাসেরও বেশি সময়ে আল মামুন মেয়েটিকে নিয়ে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে কয়েকবার স্থান পরিবর্তন করে। মেয়েটির পরিবার কিন্তু এক তরুণের বিষয় জানতো। কিন্তু ওই তরুণ যে রোহিঙ্গা এ বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না। আমরা তদন্তভার নেওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় রোহিঙ্গা ক্যাম্পের আশপাশে মেয়েটির অবস্থান শনাক্ত করি। পরে সোর্সের দেওয়া তথ্যে তাকে উদ্ধার করি।’
এসআই মহসীন বলেন, ‘মেয়েটি অভিযোগ করেছে- তাদের বিয়ে হয়নি। কিন্তু আল মামুন তাকে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করেছে। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা সম্পন্ন করেছি। সে আদালতে জবানবন্দি দিয়ে ঘটনার বিস্তারিত তথ্য দিয়েছে। এখন আমরা আদালতের কাছে পরবর্তী আইনগত পদক্ষেপের বিষয়ে নির্দেশনা চেয়ে আবেদন করব।’