Thursday 28 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সন্ধ্যায় হাসপাতালে যাবেন খালেদা জিয়া

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ১৮:১৯ | আপডেট: ২৮ আগস্ট ২০২৫ ২০:০৭

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

ঢাকা: স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এই তথ্য নিশ্চিত করেন।

সন্ধ্যা ৭টায় বাসা থেকে তিনি হাসপাতালের উদ্দেশে রওয়ানা হবেন বলে জানান তিনি।

শায়রুল কবির খান বলেন, রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে সন্ধ্যা ৭টায় তাকে নেওয়া হবে। জরুরি কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে।

সারাবাংলা/এফএন/এনজে

খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর