Thursday 28 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক অবরোধ করে ডিসি মাসুদের কুশপুত্তলিকা পোড়াল শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ২১:৩৬ | আপডেট: ২৮ আগস্ট ২০২৫ ২২:৩৭

মৎস্য ভবনে সামনে ডিসি মাসুদের কুশপু্ত্তলিকায় আগুন দিয়েছে শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

ঢাকা: হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশি হামলার প্রতিবাদ ও তিন দফা দাবি আদায়ে মৎস্য ভবন মোড়ে সড়ক অবরোধ করেছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তারা রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলমের কুশপুত্তলিকা পোড়ান।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে মৎস্য ভবন মোড়ে অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’, ‘কোটা না মেধা, মেধা মেধা’ ‘অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’সহ নানা স্লোগান দেন।

এদিন, বিকেল ৫টার দিকে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টিএসসি হয়ে শিক্ষা ভবন মোড় থেকে হাইকোর্টের পাশ দিয়ে কাকরাইল মোড় হয়ে বেইলি রোডের ডিএমপি কার্যালয়ের দিকে যাচ্ছিল। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে মৎস্য ভবন এলাকায় পুলিশি বাধার মুখে পড়লে শিক্ষার্থীরা গোলচত্বরে অবরোধ গড়ে তোলেন। ফলে আশপাশের সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

তিন দফা দাবির মধ্যে রয়েছে- ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।

এর আগে, গত মঙ্গলবার (২৬ আগস্ট) ৫ ঘণ্টা শাহবাগ অবরোধ করেন শিক্ষার্থীরা। পরদিন বুধবার (২৭ আগস্ট) পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করেন। এরপর দুপুর দেড় টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা দিলে তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় পেরোনোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তখন পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পাশাপাশি পুলিশ লাঠিচার্জও করে। এ সময় কিছু শিক্ষার্থী ও কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হন।

সারাবাংলা/এমএইচ/এসএস

কুশপুত্তলিকা ডিসি মাসুদ পুড়াল মৎস্য ভবন শিক্ষার্থীরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর