ঢাকা: রাজধানীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা ও ঘটনাপ্রবাহ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফাইন্যান্স অ্যান্ড প্রোকিউরমেন্ট) মো. শওকত আলীকে কমিটির সভাপতি করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন ট্রাফিক উত্তর বিভাগের যুগ্ম-পুলিশ কমিশনার সুফিয়ান আহমেদ এবং ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (অর্থ) সাদেক আহমেদ।
তদন্ত কমিটিকে ঘটনাটির ফুটেজ বিশ্লেষণ, সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পুলিশের কার্যক্রমের যৌক্তিকতা যাচাই করে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএমপি জানায়, তদন্ত কমিটি প্রয়োজন মনে করলে যেকোনো কর্মকর্তাকে সহায়তার জন্য যুক্ত করতে পারবে। শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলনে পুলিশের ভূমিকা নিরপেক্ষ ও আইনসিদ্ধ ছিল কি না, সেটি খতিয়ে দেখার জন্যই এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।