Thursday 28 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় যুবদল নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ২২:৩৫ | আপডেট: ২৯ আগস্ট ২০২৫ ০০:৩০

বহিষ্কৃত যুবদল নেতা শফিকুল ইসলাম দুলু। ছবি : সংগৃহীত

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদল নেতা শফিকুল ইসলাম দুলুকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী যুবদল। একই সঙ্গে শ্যামনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শেখ নাজমুল হককে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক সদস্য পদসহ সংগঠন থেকে শফিকুল ইসলাম দুলুকে বহিষ্কার করা হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুর মোওমেন মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ নির্দেশনা কার্যকর করেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, প্যান্ডামিক ফিশারিজ লিমিটেডে গত ১৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত চার দিন দফায় দফায় তার মৎস্য খামারে হামলা ও লুটপাট চালানো হয়। এর আগে স্থানীয় যুবদল নেতা শফিকুল ইসলাম দুলু প্রথমে ৫ লাখ এবং পরে ৩ কোটি টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় ধারাবাহিক হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এ অভিযোগের পরিপ্রেক্ষিতেই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

সারাবাংলা/এসএস

নেতা বহিষ্কার যুবদল সাতক্ষীরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর