Thursday 28 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজনৈতিক দলগুলোর আপত্তি বিশ্লেষণ করছে ঐকমত্য কমিশন

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ২৩:১৯ | আপডেট: ২৯ আগস্ট ২০২৫ ০০:৩০

ঢাকা: জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর উত্থাপিত আপত্তি ও মতামত বিশ্লেষণ শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। পাশাপাশি ভিন্নমতগুলোকে গুরুত্ব দিয়ে বিশেষজ্ঞদের পরামর্শও নিচ্ছে কমিশন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে জাতীয় ঐকমত্য কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার থেকে শুরু হওয়া আলোচনার ধারাবাহিকতায় আজও বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে রাজনৈতিক দলগুলোর মতামত পর্যালোচনার পাশাপাশি সনদের ভাষাগত যথার্থতা ও বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা হয়। এ ছাড়া দলভিত্তিক অনানুষ্ঠানিক বৈঠকের প্রয়োজনীয়তাও সদস্যরা গুরুত্ব সহকারে বিবেচনা করেন।

বিজ্ঞাপন

রাজনৈতিক দলগুলোর মতামত পর্যালোচনা ও বিশেষজ্ঞদের সুপারিশ গ্রহণ শেষে আগামী তৃতীয় ধাপে দলগুলোর সঙ্গে বৈঠকে বসা হবে। এরপর চূড়ান্ত জুলাই সনদ তৈরি করে ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মো. আইয়ুব মিয়া এবং কমিশনের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

কমিশনের পরিকল্পনা অনুযায়ী, রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় ধাপের সংলাপ আগামী সপ্তাহেই শুরু হতে পারে।

সারাবাংলা/এফএন/এসএস

আপত্তি ঐকমত্য কমিশন দল বিশ্লেষণ রাজনৈতিক