Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে এনসিপি’র উচ্চ পর্যায়ের বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ২৩:৫৪ | আপডেট: ২৯ আগস্ট ২০২৫ ১১:৩০

চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে এনসিপি নেতারা। ছবি: সংগৃহীত

ঢাকা: চীনা সরকারের আমন্ত্রণে চীন সফরে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আজ বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (IDCPC) উপমন্ত্রী হে. ই. মিস সান হাইয়ানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়।

বৈঠকে দুই পক্ষ বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার প্রক্রিয়া, আসন্ন নির্বাচন এবং ভবিষ্যৎ রাজনৈতিক বিকাশ নিয়ে গভীর আলোচনা করে। সদ্য প্রতিষ্ঠিত দল হিসেবে তরুণ নেতৃত্ব এবং জুলাই অভ্যুত্থানের ফ্রন্টলাইন নেতৃত্বের প্রতিনিধিত্বকারী এনসিপি বৈঠকে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে।

বিজ্ঞাপন

উপমন্ত্রী মিস সান হাইয়ান এনসিপির সফল যাত্রার জন্য শুভকামনা জানান এবং সিপিসি ও এনসিপির মধ্যে দলীয় সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময় এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম চীনা সরকার এবং IDCPC কর্তৃক প্রদত্ত আমন্ত্রণ, আন্তরিক আতিথেয়তা এবং উচ্চ পর্যায়ের সম্মান প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠক শেষে IDCPC’র মহাপরিচালক হে. ই. মি. পেং জিউবিন এনসিপি প্রতিনিধি দলের সম্মানে এক ভোজের আয়োজন করেন, যা দুই দেশের রাজনৈতিক দলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার পরিবেশকে আরও সুদৃঢ় করে।

এই সফরকে এনসিপি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে, যা ভবিষ্যতে সিপিসি ও এনসিপির মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়ার পথ উন্মুক্ত করবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর