খুলনা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, মৌলিক সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। তিনি অভিযোগ করে বলেন, গত ১৬ বছর ধরে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্রকে কেড়ে নেওয়া হয়েছে। তাই অন্তবর্তীকালীন সরকারের প্রধান কাজ হবে জনগণকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৫টায় খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নে গণসংযোগ শেষে মালতিয়া গ্রামের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল হিসেবে আসন্ন নির্বাচনে অংশ নেবে। তবে নির্বাচনকে জনগণের কাছে গ্রহণযোগ্য করতে হলে প্রয়োজনীয় সংস্কার অবশ্যই করতে হবে। ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে জনগণের অধিকার, সুষ্ঠু বিচারব্যবস্থা ও ইনসাফপূর্ণ অর্থনীতির ভিত্তিতে গড়ে তুলতে হবে।”
তিনি অভিযোগ করে বলেন, জুলাই সনদে দেশের ইতিহাস বিকৃত করা হয়েছে। দেশভাগে আলেম-উলামাদের অবদানকে খাটো করা হয়েছে এবং হেফাজতের আত্মদানকে উপেক্ষা করা হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপের সমালোচনা করে তিনি আরও বলেন, জনগণ কখনো ফ্যাসিস্ট সরকারের দমননীতিকে মেনে নেয় না। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জনগণ সেই প্রমাণ দিয়েছে।
নিজের উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে সাবেক এমপি বলেন, আটলিয়া ইউনিয়নে রাস্তা, মসজিদ, মাদরাসা, মন্দির, কবরস্থান ও শ্মশান উন্নয়নে তিনি কাজ করেছেন। পুনরায় নির্বাচিত হলে অসমাপ্ত কাজ শেষ করার প্রতিশ্রুতিও দেন। পাশাপাশি তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, প্রতিটি পরিবারে গিয়ে বিশেষ করে নারী ভোটারদের মাঝে দাড়িপাল্লার প্রতীককে জনপ্রিয় করার জন্য সংগঠিতভাবে কাজ করতে।
এ সময় তিনি আরও বলেন, “যারা দেশকে ভালোবাসে তারা দেশ থেকে পালায় না, বিদেশে অর্থ পাচার করে না, কিংবা বেগমপাড়া গড়ে তোলে না। জনগণের করের টাকায় কেনা অস্ত্র কখনোই জনগণের বুকে তাক করে না।”
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াত কুরআন-সুন্নাহর আলোকে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে। মানব রচিত সংবিধান জনগণের প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে পারে না।
ইউনিয়ন আমির মাওলানা মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা, ছাত্রশিবিরের সাবেক বিদেশ বিষয়ক সম্পাদক শিক্ষাবিদ ড. একরাম উদ্দিন সুমন।
সেক্রেটারি মো. মঈন উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মোক্তার হোসেন, নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান ও গাজী সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি ফরহাদ আলী মাহমুদ, ছাত্রশিবির সভাপতি ছামিদুল হাসান লিমন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবু সাঈদ মাহমুদ, জামায়াত নেতা হাফেজ আবু বক্কর সিদ্দিক, শিক্ষক মো. মঈন উদ্দিন, হাবিবুর রহমান সরদার, নাছির উদ্দিন, মাওলানা আব্দুল ওয়াদুদ, উপজেলা হিন্দু কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডল, মাস্টার শাইখুল ইসলাম, ছাত্রশিবির সভাপতি শামিদুল হাসান লিমন, শিক্ষক মাওলানা আব্দুল আজিজ, পরিমল হালদার প্রমুখ।