বহু বছর ধরেই চ্যাম্পিয়নস লিগের ফাইনাল শুরু হয় বাংলাদেশ সময় রাত ১টায়। মধ্যরাতে খেলা হওয়ার বাংলাদেশসহ উপমহাদেশের ফুটবল ভক্তরা ঘুমঘুম চোখেই উপভোগ করেন ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের এই ম্যাচটি। তবে এবার থেকে পালটে যাচ্ছে সবকিছু। ইউয়েফা জানিয়েছে, চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের ফাইনাল শুরু হবে নির্ধারিত সময়ের অনেক আগেই।
গত রাতে অনুষ্ঠিত হয়ে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের গ্রুপ পর্বের ড্র। সেই অনুষ্ঠানে এক ঘোষণায় ইউয়েফা জানিয়েছে, ২০২৫-২৬ মৌসুমে ফাইনাল শুরুর সময় তিন ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।
এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল আয়োজিত হবে ২০২৬ সালের ৩০ মে, শনিবার। ফাইনালের ভেন্যু হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস অ্যারেনা। ৬৭ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ৯টার পরিবর্তে সন্ধ্যা ৬টায় ফাইনাল শুরু হবে।
আর এতেই বাংলাদেশের ফুটবল ভক্তরা ফাইনাল ম্যাচটি উপভোগ করতে পারবেন রাত ১০টা থেকেই। ফুটবল সাপোর্টার্স ইউরোপের নির্বাহী পরিচালক রোনান এভাইন জানিয়েছেন, আগেভাগে ফাইনাল শুরু হলে দিনভিত্তিক ভ্রমণ সহজ হবে, যাতায়াতের চাপ কমবে এবং সমর্থকেরা গভীর রাতের ঝামেলা ছাড়াই পুরো খেলা দেখার অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।