ঢাকা: ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের নৈতিকতা, পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন।
শুক্রবার (২৯ আগস্ট) আগারগাঁওস্থ নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে (ইটিআই) ‘ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে দুই দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ’ কর্মসূচি উদ্বোধন করেন সিইসি। এ সময় চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ইটিআই মহাপরিচারলকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ভোটগ্রহণ কর্মকর্তাদের কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে মাঠ পযায়ে যেন সঠিকভাবে প্রশিক্ষণের প্রতিফলন ঘটে সে বিষয়ে নজর রাখার তাগিদ দেন এবং এআই এর অপব্যবহার রোধে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি আরও বলেন, ‘আমাদের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ আসবে অপতথ্য, মিথতথ্য তথ্য নিয়ে। প্রত্যন্ত অঞ্চলে এটা প্রপারলি এড্রেস হয় সে বার্তা পৌঁছে দিতে হবে। আইন কানুনের বিষয়ে জানতে হবে। যে কোনো ধরনের নতুন চ্যালেঞ্জ এলে তা মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। ট্রেনিংকে সিরিয়াসলি নিতে হবে। প্রশিক্ষণের উপর আমাদের সফলতা নির্ভর করছে। প্রশিক্ষণের বটম লাইন হচ্ছে- প্রফেশনালিজ এ্যান্ড নিউট্রালিটি।’
সিইসি বলেন, ‘কমিউনিকেশন ব্রেকডাউন হলে সবকিছুতে সমস্যা হবে। ট্রেনিংয়ে যা শিখবেন তা নোট নেবেন এবং কমিউনিকেশন যাতে ব্রেকডাউন না হয়, এটা আপনাদের মনে রাখতে হবে। প্রফেশনালিজম ও নিউট্রালিটি যাতে নিশ্চিত হয় এই ট্রেনিংয়ের মধ্য দিয়ে- এটা নিশ্চিত করবেন।’
তিনি বলেন, ‘নৈতিকতাকে যে শিক্ষা প্রভাবিত করতে পারে না, সেটা শিক্ষাও না প্রশিক্ষণও না। আপনাদের নৈতিকতার মান যাতে ঠিক থাকে। আমরা আইন কানুনের বাইরে যেতে বলবো না কাউকে। আপনারা শতভাগ নিরপেক্ষ থাকবেন সেটা আমরা চাই।’