শরীয়তপুর: শরীয়তপুরে চলন্ত নাগরদোলা থেকে নিচে পড়ে তিন শিশু আহত হয়েছে। আহতদের মধ্যে দুই শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপর শিশুকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে জেলা প্রশাসন পরিচালিত ‘শরীয়তপুর পার্ক’ এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হল- শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পাপরাইল গ্রামের সফিক পালোয়ানের ছেলে জিসান (১২), আলী আজম সরদারের ছেলে প্রিন্স (১২) ও ডামুড্যা উপজেলার ধনই গ্রামের বাবলু হাওলাদারের ছেলে মিরাজ (১৩)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে অন্যান্যদের মতো তিন শিশু নাগরদোলার একটি বক্সে ওঠে। নাগরদোলা চালু হওয়ার কিছুক্ষণের মধ্যেই একটি নাট খুলে যায়। এসময় প্রায় ৩০ ফুট ওপর থেকে বক্সটি নিচে পড়ে যায়। এতে বক্সে থাকা তিন শিশু গুরুতর আহত হয়। তাৎক্ষণিক পার্কের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা আহত শিশুদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকরা জানান, তিনজনের মধ্যে দুজনের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে। অন্য একজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন বলেন, ‘এটি একটি দুর্ঘটনা, যা অত্যন্ত দুঃখজনক। আহত শিশুরা যাতে যথাযথ চিকিৎসা পায়, আমরা সেই বিষয়টি নিশ্চিত করছি।’
শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা দেওয়া হবে।