চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫ হাজার টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। এনসিটির কার্যক্রম শুরুর পর একদিনে এত পরিমাণ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আর নেই।
বেসরকারি অপারেটর বিদায়ের পর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক লিমিটেড বর্তমানে এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে আছে। ড্রাইডক দায়িত্ব নেওয়ার পর এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি প্রায় ৪৭ শতাংশ।
প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট কনটেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ ৫ হাজার ১৯ টিইইউস।
এর মধ্যে আমদানি পণ্য নিয়ে আসা কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ২১০১ টিইইউস। আর রফতানি পণ্যের কনটেইনার ছিল ২৯১৮ টিইইউস।
গত ৭ জুলাই থেকে চট্টগ্রাম বন্দরে এনসিটির চারটি বার্থের অপারেটরের দায়িত্ব নেয় ড্রাইডক। এরপর থেকে ২৫ আগস্ট পর্যন্ত ৪৯ দিনে মোট কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৯৩১ টিইইউস। আগের বছরের একই সময়ে যখন বেসরকারি অপারেটর সাইফ পাওয়ার টেক দায়িত্বে ছিল, তখন কনটেইনার হ্যান্ডলিং হয়েছিল ১ লাখ ১৯ হাজার ২৭৬ টিইইউস। এ হিসেবে ড্রাইডকের ৪৯ দিনে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ৪৬ দশমিক ৬৬ শতাংশ।
চলতি মাসের ১ আগস্ট থেকে গত ২৮ দিনে মোট ১ লাখ ৯ হাজার ২১৭ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। প্রতিদিন গড়ে ৩ হাজার ৯০৩ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা আগের তুলনায় ৪০ শতাংশ বেশি বলছে ড্রাইডক।