Friday 29 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুমের বিরুদ্ধে শক্তিশালী আইন প্রণয়ন জরুরি : সাইফুল হক

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৫ ১৯:৪৯ | আপডেট: ২৯ আগস্ট ২০২৫ ২০:৫৭

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক

ঢাকা: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গুমের বিরুদ্ধে শক্তিশালী আইন প্রণয়ন এখন সময়ের দাবি। শুধু আইন প্রণয়ন করলেই হবে না, এর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে এবং ভুক্তভোগীদের বিচার ও দায়ীদের দৃশ্যমান শাস্তি দিতে হবে।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় বাংলা একাডেমিতে ‘মায়ের ডাক’ আয়োজিত গুম দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাইফুল হক বলেন, ‘সরকারকে বলব, গুম বিষয়ে আইন করা হোক। শুধু আমলাদের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিলে চলবে না। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের আইন এখনো অনেক দুর্বল। তাই মায়ের ডাক সংগঠনসহ ভুক্তভোগী পরিবারের সঙ্গে আলোচনা করে এই আইন প্রণয়ন করতে হবে। আমরা চাই আগামী দুই মাসের মধ্যে আইনটি কার্যকরভাবে প্রণয়ন হোক।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এখনো ৩৫৫ জন গুম হওয়া মানুষ ফিরে আসেননি। স্বজনরা অপেক্ষায় আছেন— হয়তো তারা ফিরবে। ভুক্তভোগীদের ন্যায়বিচারের আওতায় আনতে হবে। আইনই যথেষ্ট নয়, মায়ের ডাক সংগঠনকে আরও জেগে থাকতে হবে।’

সাইফুল হক রাজনৈতিক অঙ্গীকারপত্রে গুমবিরোধী প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, ‘যেই সরকারই গঠন করুক না কেন, তাদের রাজনৈতিক অঙ্গীকারে থাকতে হবে— গুম আর হবে না। শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে মায়ের ডাক অতীতে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও রাখতে হবে।’

সারাবাংলা/এফএন/এসএস

আইন গুমের বিরুদ্ধ জরুরি প্রণয়ন শক্তিশালী সাইফুল হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর