Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মেশিন ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৫ ২১:০৯

ড্রেজার মেশিন ধ্বংস করেছে প্রশাসন।

রাজবাড়ী: রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মরা পদ্মা নদীতে অবৈধভাবে ড্রেজিং মেশিন বসিয়ে বালু উত্তোলনের দায়ে দুইটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদুর রহমান।

অভিযান শেষে তিনি বলেন, ‘অনুমতি ছাড়া মরা পদ্মা থেকে অবৈধভাবে ড্রেজিংয়ের মাধ্যমে বালু তোলা হচ্ছিল। এ কারণে দুটি বড় শ্যালো ইঞ্জিন চালিত ড্রেজার মেশিন ভেঙে ধ্বংস করা হয়েছে।’

এ সময় স্থানীয়দের সতর্ক করে বলা হয়, উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো জমি, পুকুর বা নদী থেকে বালু কিংবা মাটি উত্তোলন করা যাবে না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলন করলে পরিবেশ, কৃষি জমি এবং জনজীবনে মারাত্মক ক্ষতি হয়। ফলে প্রশাসন এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর