Friday 29 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও কমনওয়েলথ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল সোনালী লাইফ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৫ ২১:৫৩

ঢাকা: দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় ও দ্রুতবর্ধনশীল জীবন বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স বীমা খাতে তার উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে দ্বিতীয় বারের মত কমনওয়েলথ পার্টনারশীপ সামিট অ্যান্ড বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে।

শুক্রবার (২৯ আগস্ট) মালয়েশিয়ার কুয়ালালামপুরে কনকর্ড হোটেলে জমকালো এক অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন, সোনালী লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ আজিম, প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) হাসিব রেজা, সহকারী ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক সাহিল, এজিএম মিজানুরর হমান এবং উপ ব্যাবস্থাপক মাহমুদুর রহমান।

বিজ্ঞাপন

এ বছর সোনালী লাইফ ইন্স্যুরেন্স ৬টি পৃথক বিভাগে পুরস্কার অর্জনের মর্যাদা লাভ করে- যা হল ‘ডিজিটাল ইন্স্যুরেন্স ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’, ‘ইন্স্যুরটেক ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’, ‘এডুকেশন ইন্স্যুরেন্স ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’, ‘বেস্ট মার্কেটিং ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’, ‘নিউ ইন্স্যুরেন্স প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ও ‘বেস্ট কাস্টমার সার্ভিস ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’।

এ প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল বলেন, এই পুরস্কার গুলো আমাদের নিরলস উদ্ভাবনী প্রচেষ্টা, ডিজিটাইজেশন, গ্রাহক কেন্দ্রিক পরিকল্পনা এবং দ্রুততম সময়ে বীমাদাবী নিষ্পত্তির অঙ্গীকারই এই সাফল্যের মূল চালিকা শক্তি।

কমনওয়েলথ পার্টনারশিপ সামিট ও বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস হলো কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর ব্যবসায়িক নেতৃত্ব ও উদ্ভাবনকে সম্মানিত করার অন্যতম আন্তর্জাতিক মঞ্চ বলে উল্ল্যেখ করে তিনি বলেন, এই স্বীকৃতি সোনালী লাইফকে কেবল বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও একটি প্রভাবশালী বীমা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করছে।

উল্লেখ্য, ইতিপূর্বে ২০২৩ সালেও সোনালী লাইফ ৬টি ক্যাটাগরিতে কমনওয়েলথ পার্টনারশীপ সামিট এবং বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডের স্বীকৃতি লাভ করেছিল।

সারাবাংলা/ইএইচটি/এসআর

অ্যাওয়ার্ড সোনালী লাইফ