Friday 29 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমান বাহিনীতে নিয়োগ

সারাবাংলা ডেস্ক
২৯ আগস্ট ২০২৫ ২২:০২ | আপডেট: ২৯ আগস্ট ২০২৫ ২২:০৭

৯৩তম বিএএফএ কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী;

কোর্সের নাম: ৯৩তম বিএএফএ কোর্স;

পদের নাম: অফিসার ক্যাডেট;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

বেতন: ১০,০০০ টাকা (প্রশিক্ষণ চলাকালীন সময়);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সাড়ে ১৬-২২ বছর (২১ ডিসেম্বর ২০২৫ তারিখে);

বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে;

আবেদনের শিক্ষাগত যোগ্যতা:

বিজ্ঞাপন

জিডি (পি) শাখা

*মাধ্যমিক ও উচ্চ মাধ্যামিক/সমমানের পরীক্ষায় সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৪.৫ থাকতে হবে এবং পদার্থ ও গণিতে লেটার গ্রেড ‌‘এ’ থাকতে হবে;

*জিসিই ‘ও’ লেভেলে পদার্থ ও গণিতসহ ন্যূনতম ৫ বিষয়ে লেটার গ্রেড ‘বি’ এবং ‘এ’ লেভেল পদার্থ ও গণিতে লেটার গ্রেড ‘বি’ থাকতে হবে;

ইঞ্জিনিয়ারিং শাখা

*এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে চতুর্থ বিষয় ব্যতীত সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৪.৫ থাকতে হবে এবং পদার্থ, রসায়ন ও গণিতে লেটার গ্রেড ন্যূনতম ‘এ’ থাকতে হবে;

*জিসিই ‘ও’ লেভেলে পদার্থ ও গণিতসহ ন্যূনতম ৫ বিষয়ে লেটার গ্রেড ‘বি’ এবং ‘এ’ লেভেল পদার্থ, রসায়ন ও গণিতে লেটার গ্রেড ‘বি’ থাকতে হবে;

এটিসি এডিডব্লিউসি শাখা

*এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৪.৫ থাকতে হবে এবং পদার্থ ও গণিতে লেটার গ্রেড ন্যূনতম ‘এ’ থাকতে হবে;

*জিসিই ‘ও’ লেভেলে পদার্থ ও গণিতসহ ন্যূনতম ৫ বিষয়ে লেটার গ্রেড ‘বি’ এবং ‘এ’ লেভেল পদার্থ ও গণিতে লেটার গ্রেড ‘বি’ থাকতে হবে;

প্রার্থীর শারীরিক যোগ্যতা:

উচ্চতা (পুরুষ): ন্যূনতম ৬৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি;
উচ্চতা (নারী): ন্যূনতম ৬২ ইঞ্চি, বুকের মাপ ২৮ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি;
ওজন (নারী-পুরুষ): বয়স ও উচ্চতা অনুযায়ী;
চোখের মাপ (নারী-পুরুষ): ৬ বাই ৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন;

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীরা https://joinairforce.baf.mil.bd/job-circular/officer

এখানে ক্লিক করে আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।

আবেদন ফি:

আবেদন ফি বাবদ ১০০০ টাকা জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।

 

সারাবাংলা/এনএল/এসআর

চাকরির খবর নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাহিনী