Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মুমূর্ষু’ অবস্থায় নুরকে ঢামেকে স্থানান্তর

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ০০:০৫ | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ ০১:১০

গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

ঢাকা: গণধিকার পরিষদের সভাপতি ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

এর আগে বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণধিকার পরিষদের কর্মীদের সংঘর্ষ হয়। পরে দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করে।

আহতের পরপরই তাকে প্রথমে রাজধানীর ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ঢামেকের জরুরি বিভাগের ০৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। তিরি জানান, রাত ১১টার পরে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর