Friday 29 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিপি নুরের ওপর হামলার ঘটনায় মির্জা ফখরুলের নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ০১:২৭ | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ ০১:৩০

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (ভিপি নুর) ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এ ধরনের ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে।

শনিবার (২৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি ও শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। গণতন্ত্র চর্চাকে ব্যাহত করে এমন কোনো কর্মকাণ্ডকে বিএনপি কখনোই সমর্থন করে না। বরং সুস্থধারার রাজনৈতিক কর্মসূচিতে হামলার ঘটনার নিন্দা জানায় বিএনপি।’

বিজ্ঞাপন

বিবৃতিতে মির্জা ফখরুল ভিপি নুরের সুচিকিৎসা নিশ্চিতে সর্বাত্মক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

সারাবাংলা/এফএন/পিটিএম

নিন্দা ফখরুল ভিপি নুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর