Friday 29 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা মেডিকেলের আইসিইউতে ভিপি নুর

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ০২:০৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ফাইল ছবি

ঢাকা: গণধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাতেই তাকে আইসিইউতে নেওয়া হয়। হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিরি জানান, রাত সাড়ে ১১টার দিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

এদিন বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণধিকার পরিষদের কর্মীদের সংঘর্ষ হয়। পরে দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বল প্রয়োগ করে। এই বল প্রয়োগের সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় আহত হন ভিপি নুরসহ গণঅধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী।

বিজ্ঞাপন

আহতের পর পরই ভিপি নুরকে প্রথমে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ঢামেকের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

আইসিইউ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভিপি নুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর