Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তিতে তিন বিভাগে প্রথম হয়েছেন যারা

তিতুমীর কলেজ প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৫ ১৭:০৪ | আপডেট: ৩০ আগস্ট ২০২৫ ০৩:০৬

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এবারের ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে প্রথম হয়েছেন আবদুল্লাহ আল নোমান। তার প্রাপ্ত নম্বর ১০৩.২৫, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে প্রথম হয়েছেন মো. মামুন হাসান। তার প্রাপ্ত নম্বর ১০৩.২৫ এবং বিজ্ঞান বিভাগ থেকে প্রথম হয়েছেন উম্মে হাবিবা বুশরা। তার প্রাপ্ত নম্বর ১০৪ নম্বর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সাবজেক্ট চয়েজ ও কলেজ চয়েজ কার্যক্রম শুরু হবে। পরীক্ষার্থীরা https://dcuadmission.org সাইট থেকে ফলাফল দেখতে পাবেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে ১১ হাজার ১৫০টি আসনের বিপরীতে ৭২ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। গত ২২ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ২৩ আগস্ট বিজ্ঞান ইউনিট ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/এমআর/এসএইচএস
বিজ্ঞাপন

বিপিএলের পাঁচ দল চূড়ান্ত
৫ নভেম্বর ২০২৫ ০০:০৪

আরো

সম্পর্কিত খবর