ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বাংলামোটর মোড়ে দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে এনসিপির নেতাকর্মীরা। এ সময় দলীয় পতাকা হাতে স্লোগান দিতে দিতে তারা মিছিল করেন।
বিক্ষোভে বক্তারা নুরকে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সাহসী সহযোদ্ধা’ হিসেবে অভিহিত করে তার ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা অভিযোগ করেন, দেশের গণতান্ত্রিক শক্তিকে দমিয়ে রাখতে একটি চক্র পরিকল্পিতভাবে ছাত্রনেতা ও রাজনৈতিক কর্মীদের ওপর হামলা চালাচ্ছে।
এনসিপির মহানগর আহ্বায়ক কমিটির একাধিক নেতা বক্তব্যে বলেন, ফ্যাসিবাদের পতনের পরেও এ দেশে যারা মুক্ত গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠার আন্দোলনে আছেন, তাদের কণ্ঠরোধ করতে নতুন ষড়যন্ত্র চলছে। নুর ভাইয়ের ওপর হামলা তারই অংশ।
বিক্ষোভ মিছিল থেকে বক্তারা দেশের সব গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দেন, যদি এ ধরনের দমননীতি ও সন্ত্রাস বন্ধ না হয়, তবে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তার জবাব দেওয়া হবে।