Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় বিএনপির ৪৯ নেতাকর্মীর জামায়াতে যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ০৯:০০

সংবর্ধনা প্রদান অনুষ্ঠান।

সাতক্ষীরা: সাতক্ষীরা আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বিএনপির ৪৫ নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডে যোগদানদের সংবর্ধনা প্রদান করা হয়। ওয়ার্ড জামায়াতের আয়োজনে গাজীরহাট বাজারে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি শীষ মুহাম্মদ জেরি। ইউনিয়ন সেক্রেটারি রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহ-সেক্রেটারি প্রভাষক মাও: ওমর ফারুক।

বিশেষ অতিথির বক্তব্য দেন, কর্ম পরিষদ সদস্য ও ল’ ইয়ার্স কাউন্সিলের জেলা সভাপতি এ্যাড. আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাও: আবু বকর সিদ্দিক, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির ও জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাও: নূরুল আবছার মুরতাজা, নায়েবে আমির মাও: মোশাররফ হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জজ কোর্টের এপিপি এ্যাড: শহিদুল ইসলাম, সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপজেলা অফিস সেক্রেটারী মাও: রুহুল কুদ্দুছ, বুধহাটা ইউনিয়ন আমির মাও: আ. ওয়াদুদ, নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন ও আব্দুস সালাম প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেনের নেতৃত্বে ৭ নম্বর ওয়ার্ডের ৩০ জন এবং ৮ নম্বর ওয়ার্ডের ১০ জন ও ৯ নম্বর ওয়ার্ডের ৯ জন বিএনপির নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

সারাবাংলা/এনজে

জামায়াত নেতাকর্মী বিএনপি যোগদান