ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে বিক্ষোভকারীদের দেওয়া আগুনে একটি সরকারি ভবনে কমপক্ষে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের রাজধানী মাকাসারে আঞ্চলিক সংসদ ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা শনিবার (৩০ আগস্ট) এক বিবৃতিতে জানায়, আগুনে ভবনে আটকা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই এবং একজন হাসপাতালে মারা যান।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা জানায়, নিহতরা ভবনের ভেতর আটকা পড়ে মারা যান। আহতদের মধ্যে দুজন ভবন থেকে লাফ দেওয়ার সময় গুরুতর জখম হন। বর্তমানে বেশ কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে দেশটিতে শুক্রবার থেকে চলছে ব্যাপক বিক্ষোভ। রাজধানী জাকার্তা থেকে শুরু করে পশ্চিম জাভার বান্দুংসহ একাধিক শহরে বিক্ষোভকারীরা সড়কে নামে। কম বেতন ও সরকারি কর্মকর্তাদের বিলাসবহুল সুবিধার বিরুদ্ধে প্রতিবাদ করছেন তারা।
এক মোটরসাইকেল চালকের মৃত্যু ঘিরে মূলত প্রতিবাদের সূত্রপাত হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি পুলিশি সাঁজোয়া যান চালক আাফান কুনিয়াওয়ানকে পিষে দেয়। এ ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।
প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এ ঘটনাকে দায়িত্বকালীন সময়ের সবচেয়ে বড় ও সহিংস বিক্ষোভ হিসেবে বর্ণনা করেছেন। তিনি নিহত মোটরসাইকেল চালকের পরিবারের সঙ্গে দেখা করে শোক প্রকাশ করেছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, ‘বিক্ষোভ অরাজক কর্মকাণ্ডের দিকে চলে যাচ্ছে।’